আমাদের পার্টনারদের বিষয়ে

অনুদীপ ফাউন্ডেশন

অনুদীপ ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা যা উন্নয়নশীল অর্থনীতিকে ডিজিটা্লাইজেশনের মাধ্যমে তরুণদের টেকসই ভবিষ্যত গড়া এবং ক্ষমতায়নে সাহায্য করে। ২০০৭ সালে এই ফাউন্ডেশনটির যাত্রা আরম্ভ হয়। ৯৭টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি প্রদেশে চলমান আছে।

ফাউন্ডেশনটির সুবিধাভোগীরা হলো পিছিয়ে পরা ও অভাবগ্রস্ত তরুণ এবং নারী যারা জাতিগতভাবে ও ধর্মীয় সংখ্যালঘু সমাজের, প্রান্তিক জনগোষ্ঠীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য এবং রাজনৈতিক শরণার্থী, প্রতিবন্ধী কিংবা পাচারকৃত সংক্ষুব্ধ। বিশেষ পাঠ্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধাপে যুগোপোযোগী নানা ধরণের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়, যা কিনা পরবরতীতে চাকরির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী হয়। আজ পর্যন্ত আইমেরিটস-এ অনুদীপের ১০০০+ প্রাক্তন ছাত্র-ছাত্রী নিযুক্ত হয়েছেন।

অনুদীপ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বহুমুখীভাবে কাজ করতে বদ্ধপরিকর।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, আইটিতে সাফল্য সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত সুদীর্ঘ ১৩ বছরে ক্রিয়েটিভ আইটি অর্জন করেছে বহুমুখী সাফল্য। অবদান রেখে চলেছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে। বাংলাদেশের অন্যতম প্রধান আইটি প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে বেকার সমস্যা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ১৩ বছর ধরে কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে মানসম্মত তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ৪২ হাজারেরও বেশি মানুষকে সফলভাবে আইটি প্রশিক্ষণ প্রদান করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট

২০০৮ সালে প্রতিষ্ঠাতা মনির হোসেনের হাত ধরে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যাত্রা শুরু। এরপর গুটি গুটি পায়ে দেশ এই আইটি প্রতিষ্ঠান পাড়ি দিয়েছে অনেকটা পথ। দেশ আর দেশের বাইরের অসংখ্য প্রবাসী শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে কোর্স করে আত্মনির্ভরশীল হয়েছেন। সরকারি বিভিন্ন প্রজেক্ট- বেপজা (BEPZA), BEZA, Prison সহ আইসিটি মিনিস্ট্রিতেও কাজ করছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। প্রায় ১৩ বছর অসাধারণ পথচলার সাফল্য হিসেবে ক্রিয়েটিভ আইটি পেয়েছে “দেশসেরা আইটি ইনস্টিটিউট”-এর পরিচয়।

ক্রিয়েটিভ আইটি ২০১৫ সালে অর্জন করে দারুণ এক সম্মান। বাংলাদেশের অন্যতম ISO সার্টিফাইড ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি লাভ করে। ISO এর প্রধান কাজ শিল্প ও বাণিজ্যের বিভিন্ন বিষয়ের উপর মান নির্ধারণ, প্রণয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানের সনদপত্র প্রদান। তাই ISO প্রদত্ত এই সার্টিফিকেট ক্রিয়েটিভ আইটির জন্য একটি বড় সম্মাননা। এতে প্রমাণিত হয় ক্রিয়েটিভ আইটি সময়ের চাহিদা অনুযায়ী মানসম্মত সার্ভিস, আন্তর্জাতিক কোর্স মডিউল এবং উন্নত পরিবেশ নিশ্চিত করছে। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী ক্যারিয়ারের পথ সুগম করার যাত্রায় ক্রিয়েটিভ আইটি এখন সবার সেরা।

CodersTrust

বাংলাদেশি-আমেরিকান আজিজ আহমেদ একটি দূরদর্শী প্রকল্প গ্রহন করেন এবং কোডারসট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সংস্থাটির লক্ষ্য সবার মাঝে সাশ্রয়ী মূল্যে প্রয়োগযোগ্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দক্ষতা বিকাশের প্ল্যাটফর্ম তৈরি এবং শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করে তোলা। বর্তমানে সংস্থাটি ইউরোপ ও এশিয়া মহাদেশ জুড়ে আটটি ভিন্ন দেশে কাজ করছে। সহ-প্রতিষ্ঠাতা ড্যানিশ মিলিটারি ক্যাপ্টেন ফার্দিনান্দ কেয়ারওল্ফ এবং স্যার রিচার্ড ব্র্যানসন এবং মার্টিন লুন্ডের উপস্থিতিতে ২০১৩ সালে ডেনমার্ক থেকে কোডারসট্রাস্টের কার্যক্রম শুরু করা হয়। কোডার্স ট্রাস্টের সদর দপ্তর ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত।

সংস্থাটির বর্তমানে ৪ টি দেশে অফিস রয়েছে (ডেনমার্ক, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কসোভো) এবং এটি ইউরোপ এবং এশিয়া জুড়ে ১১ টি বিভিন্ন দেশে প্রকল্প পরিচালনা করেছে (ভারত, মালয়েশিয়া, ভুটান, কসোভো, বাংলাদেশ, ইরাক, পোল্যান্ড, প্যালেস্টাইন, হন্ডুরাস, কেনিয়া এবং জর্ডান)।

কোডারসট্রাস্টের বনানী, ধানমন্ডি, মৌচাক এবং মিরপুরে অবস্থিত চারটি ক্যাম্পাসে নয় ধরণের কোর্স করার সুযোগ দিয়ে থাকে। এছাড়াও, দেশের যে-কোনো জায়গা থেকে তাদের লাইভ অনলাইন কোর্সে যোগ দেওয়ার সুবিধা আছে। কোডারসট্রাস্ট বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল ২০১৫ সালে, এখন পর্যন্ত ৭,০০০ এর বেশি শিক্ষার্থী তাদের সেবা নিয়েছে এবং বর্তমানে তারা আউটসোর্সিং-এর মাধ্যমে নিশ্চিন্তে বাড়িতে বসেই উপার্জন করতে সক্ষম।