ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং-এ সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইএম), কনটেন্ট মার্কেটিং, ইলেক্ট্রনিক বই (ই-বুক) এবং বিভিন্ন গেমের মাধ্যমে ক্যাম্পেইনগুলো চালানো হয়। এছাড়াও আছে ই-কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইসিং সহ নানা কিছু। ইন্টারনেটের বাহিরেও ডিজিটাল মার্কেটিং প্রচার হয় যেমন টেলিভিশন, মোবাইল ফোন (এসএমএস এবং এমএমএস), কল-ব্যাক এবং অন-হোল্ড মোবাইল রিংটোন ধারা। ইন্টারনেটের বাহিরের মাধ্যমগুলো এবং অনলাইন মার্কেটিংকে পৃথক করে দেখা হয় ডিজিটাল মার্কেটিং এ।