ইংলিশ রাইটিং
“Grammar is to a writer what anatomy is to a sculptor or the scales to a musician” -B.J. Chute (American author, 1913-1987). ইংরেজিতে লেখার জন্য গ্রামার বা ব্যাকরণ এর গুরুত্ব অপরিহার্য। আর তাই আমাদের ইংলিশ রাইটিং স্কিলস কোর্সটি আপনাকে ইংরেজিতে লেখার প্রাথমিক এবং আধুনিক নিয়মগুলো শেখাবে যাতে তুমি নির্ভুলভাবে ব্যাকরণ ব্যবহার করতে পারো। গ্রামার সেকশন শেষ করার পর, কোর্সটি তোমার ই-মেইল লেখা, দরখাস্ত লেখা, সঠিকভাবে নিজের টিম এর মধ্যে লিখিত কমিউনিকেশন করা এবং সামগ্রিকভাবে প্রফেশনাল রাইটিং জোরদার করতে সাহায্য করবে