শর্তাবলী

https://bisdonline.brac.net/ ঠিকানায় ব্র্যাক-এর ওয়েবসাইট ব্যবহারের জন্য প্রযোজ্য নীতিমালার আওতায় শর্তগুলো নিম্নে দেওয়া হল।

আপনি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করে নিম্নলিখিত শর্তগুলো মেনে নেওয়ার অঙ্গীকার জানাচ্ছেন। BRAC ISD Online শুধু সেই ক্ষেত্রেই ব্যবহার করুন, যদি আপনি এই অংশে লিখিত সকল শর্ত মানতে সম্মত থাকেন। নিম্নলিখিত পরিভাষা এই শর্তাদি, গোপনীয়তার বিবৃতি, দায়মুক্তির ঘোষণা এবং সকল সম্মতির ক্ষেত্রে প্রযোজ্য: "ক্লায়েন্ট", "আপনি" এবং "আপনার" শব্দগুলো আপনার ওপর বর্তায়, যিনি এই ওয়েবসাইটে লগ-ইন করেছেন এবং কোম্পানির সব শর্ত মেনে চলবেন। "কোম্পানি", "আমরা নিজেরা", "আমরা" এবং "আমাদের" বলতে আমাদের কোম্পানিকে বোঝায়। "পক্ষ”, "উভয় পক্ষ" বা "আমাদের উভয়ের" ক্লায়েন্ট এবং আমাদের, উভয়কেই বোঝায়। সকল শর্ত, কোম্পানি বর্ণিত পরিসেবা সরবরাহের ক্ষেত্রে ক্লায়েন্টের প্রয়োজনীয়তা পূরণের উদ্দেশ্যে লিপিবদ্ধ; যা সুনির্দিষ্টভাবে ক্লায়েন্টকে সবচেয়ে উপযুক্ত পদ্ধতিতে আমাদের সহায়তার পদ্ধতি অবলম্বনের জন্য প্রস্তাব, গ্রহণ এবং বিনিময়মূল্য প্রদানের বিষয়ে বর্তায় এবং এই কোম্পানির বিবৃত সকল সেবার বিধানগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেগুলো বাংলাদেশের আইনের সাপেক্ষে তৈরি। একবচনে, বহুবচনে, এবং/অথবা তিনি/সে বা তারা হিসেবে উপরোক্ত পরিভাষা বা অন্য শব্দের যে-কোনো ব্যবহারও উপরে ব্যাখ্যা করা মূল উদ্দেশ্যকেই বুঝাবে।

কুকিজ

ওয়েবসাইটে আমরা কুকি ব্যবহার ব্যবহার করে থাকি। BRAC ISD Online প্রকল্পে অ্যাক্সেসের মাধ্যমে আপনি BRAC ISD Online-এর গোপনীয়তা নীতিমালা অনুসারে কুকিজ ব্যবহারে সম্মত হয়েছেন। বেশিরভাগ ইন্টারেক্টিভ ওয়েবসাইটই প্রতিটি ভিজিটের জন্য ব্যবহারকারীর বিবরণ পুনরুদ্ধার করতে কুকি ব্যবহার করে। কয়েকটি বিষয়ে কার্যকারিতা বাড়িয়ে সবার জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করা আরও সহজ করে তুলতে আমরা কুকিজ ব্যবহার করি। আমাদের কিছু অনুমোদিত / বিজ্ঞাপনী অংশীদারও এই কুকি ব্যবহার করতে পারবে।

লাইসেন্স

BRAC ISD Online এর সকল ইন্টেলেকচুয়াল প্রপার্টির সকল স্বত্বের মালিকানা পাবেন। সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকার সংরক্ষিত থাকবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনি BRAC ISD Online থেকে এগুলো নিতে পারবেন, সেক্ষেত্রে শর্তাদি এবং শর্তাবলীতে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপিত থাকবে।

যা যা করা যাবে না

 • BRAC ISD Online ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোথাও প্রকাশ করা;
 • BRAC ISD Online ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিক্রি, ভাড়া দেওয়া বা কপি করা;
 • BRAC ISD Online ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিতরণ করা।

এই ওয়েবসাইটের কিছু অংশ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মন্তব্যের মাধ্যমে মতামত এবং তথ্য বিনিময় করার সুযোগ দেয়। BRAC ISD Online আগে থেকে মন্তব্যগুলো ফিল্টার, এডিট বা পর্যালোচনা করে না; এবং এই মন্তব্য কোনোভাবেই BRAC ISD Online, এর এজেন্ট এবং/বা সহযোগীদের মতামতকে প্রতিফলিত করে না। মন্তব্যগুলোর মাধ্যমে শুধু ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত সীমা পর্যন্ত, এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো মন্তব্য ব্যবহার এবং/অথবা পোস্টিং এবং/অথবা মন্তব্যগুলির উপস্থিতির ফলে BRAC ISD Online কোনো দায়বদ্ধতা, ক্ষতি বা ব্যয় মেনে নিবে না।

সকল মন্তব্য পর্যবেক্ষণ করার এবং শর্ত লঙ্ঘন করা হয়েছে এমন আপত্তিকর মন্তব্য মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে BRAC ISD Online।

পড়ুন এবং আপনার স্বীকৃতি জানান

 • আমাদের ওয়েবসাইটে মন্তব্য পোস্ট করতে প্রয়োজনীয় সমস্ত লাইসেন্স এবং সম্মতি রয়েছে আপনার;
 • মন্তব্যগুলো তৃতীয় পক্ষের কপিরাইটের সীমাবদ্ধতা, পেটেন্ট বা ট্রেডমার্ক-সহ কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকারকে আক্রমণ করবে না;
 • মন্তব্যে কোনো মানহানিকর, নিন্দনীয়, আপত্তিকর, অশালীন, গোপনীয়তা লঙ্ঘনকারী বা অবৈধ উপাদান রাখা যাবে না;
 • ব্যবসা, কাস্টম, বাণিজ্যিক কার্যক্রম বা বেআইনী কার্যকলাপ উপস্থাপন বা প্রচার করতে কোনো মন্তব্য ব্যবহৃত হবে না।

এই চুক্তিতে সম্মতি দেওয়ার মাধ্যমে আপনি BRAC ISD Online-কে আপনার যে-কোনো মন্তব্য সমস্ত ফরম্যাট বা মিডিয়াতে ব্যবহার, পুনরুৎপাদন এবং সম্পাদনা করার; অথবা BRAC ISD Online কর্তৃক মন্তব্যগুলো অন্য কাউকে ব্যবহার, পুনরুৎপাদন, সম্পাদনা এবং অনুমোদন করতে দেওয়ার জন্য স্বতন্ত্র লাইসেন্স প্রদান করছেন।

আমাদের কনটেন্টে হাইপারলিঙ্কের ব্যবহার

পূর্বলিখিত অনুমোদন ছাড়া নিম্নলিখিত সংস্থাগুলোর লিঙ্ক আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে:

 • সরকারি সংস্থা;
 • সার্চ ইঞ্জিন;
 • সংবাদ সংস্থা;
 • অনলাইন ডিরেক্টরি বিতরণকারীরা অন্যান্য তালিকাভুক্ত ব্যবসার ওয়েবসাইটের হাইপারলিঙ্কের সাথে একইভাবে আমাদের ওয়েবসাইট লিঙ্ক করতে পারে;
 • এনজিও, দাতব্য শপিংমল এবং দাতব্য তহবিল সংগ্রহকারী গোষ্ঠী ছাড়া সিস্টেম-ব্যাপী অনুমোদিত সকল ব্যবসা অনুমতি ব্যতীত আমাদের ওয়েবসাইট হাইপারলিঙ্ক করতে পারবে না।

এই সংস্থাগুলো আমাদের হোমপেজ, প্রকাশিত বিষয়বস্তু বা ওয়েবসাইটের অন্যান্য তথ্যের হাইপারলিঙ্ক ব্যবহার করতে পারে, যতক্ষণ পর্যন্ত লিঙ্কটি:

(ক) কোনোভাবেই প্রতারণামূলক নয়;

(খ) লিঙ্ক ব্যবহারকারী সংস্থা এবং এর পণ্য এবং/বা পরিষেবার স্পনসরশিপ, অনুমোদন বা সমর্থনের ভুলভাবে তুলে ধরে না; এবং

(গ) প্রসঙ্গ বজায় রেখে ব্যবহার করা হয়।

আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে আমরা নিম্নলিখিত সংস্থাগুলোর অনুরোধ বিবেচনা ও অনুমোদন করতে পারি:

 • সাধারণত পরিচিত গ্রাহক এবং/অথবা ব্যবসায়িক তথ্যের উৎস;
 • “brac.net” কম্যুউনিটি ওয়েবসাইট;
 • দাতব্য প্রতিনিধিত্বকারী সমিতি বা অন্যান্য গোষ্ঠী;
 • অনলাইন ডিরেক্টরি সরবরাহকারী;
 • বিভিন্ন ইন্টারনেট পোর্টাল;
 • অ্যাকাউন্টিং, আইন এবং পরামর্শ সংস্থা; এবং
 • শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্য সমিতি।

এই সংস্থাগুলোর লিঙ্ক অনুরোধ অনুমোদিত হবে যদি আমরা সিদ্ধান্ত নিই যে:

(ক) লিঙ্কটি আমাদের নিজের বা আমাদের অনুমোদিত ব্যবসাগুলোকে প্রতিকূল অর্থে দেখায় না;

(খ) আমাদের কাছে সংগঠনটির কোনো নেতিবাচক রেকর্ড নেই;

(গ) হাইপারলিঙ্কের উপকারিতা BRAC ISD Online অনুপস্থিতিকে পুষিয়ে দেয়; এবং

(ঘ) লিঙ্কটি শুধুমাত্র সাধারণ তথ্য বিস্তার প্রসঙ্গে ব্যবহৃত হয়।

সংস্থাগুলো আমাদের হোম পেজের লিঙ্ক ব্যবহার করতে পারে যতক্ষণ লিঙ্কটি:

(ক) কোনোভাবেই প্রতারণামূলক নয়;

(খ) লিঙ্ক ব্যবহারকারী সংস্থা এবং এর পণ্য এবং/বা পরিষেবার স্পনসরশিপ, অনুমোদন বা সমর্থনের ভুলভাবে তুলে ধরে না; এবং

(গ) প্রসঙ্গ বজায় রেখে ব্যবহার করা হয়।

আপনার সংস্থাটি কি উপরে উল্লিখিত তালিকাটির মধ্যে আছে? তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করতে চাইলে BRAC ISD Online-কে একটি ই-মেইল পাঠিয়ে আমাদের জানাতে হবে। মেইলে অনুগ্রহ করে নিজের নাম, সংস্থার নাম, আপনার সাথে যোগাযোগের উপায়, আপনার ওয়েবসাইটের ইউআরএল, যেসব ইউআরএল-এর সাথে আপনি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক করাতে চান, এবং আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলগুলো ব্যবহার করতে চান তার তালিকা উল্লেখ করবেন। এরপর উত্তরের জন্য ২-৩ সপ্তাহ অপেক্ষা করুন।

অনুমোদিত সংস্থাগুলো নিম্নলিখিত নিয়মগুলো মেনে আমাদের ওয়েবসাইট হাইপারলিঙ্ক করতে পারে:

 • আমাদের কর্পোরেট নাম ব্যবহার করে; বা
 • ইউনিফর্ম রিসোর্স লোকেটর কিভাবে লিঙ্ক করা হচ্ছে তা লক্ষ্য করে; বা
 • আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্কযুক্ত অন্য কোনো বিবরণ ব্যবহার করে লিঙ্কিং পার্টির ওয়েবসাইটে থাকা কনটেন্টের সাথে প্রসঙ্গত রেখে।

ট্রেডমার্ক লাইসেন্স বাদে BISD online -এর লোগো বা অন্যান্য শিল্পকর্ম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

আইফ্রেমস (iFrames)

পূর্ব অনুমোদন এবং লিখিত অনুমতি ছাড়া, ওয়েবসাইটের ভিজ্যুয়াল বদলে যায় এমন কোনো ফ্রেম আমাদের ওয়েবসাইট পেজে বানাতে পারবেন না।

কনটেন্টের দায়বদ্ধতা

আপনার ওয়েবসাইটের কোনো কনটেন্টের জন্য আমরা দায়ি থাকব না। এবং আপনার ওয়েবসাইটে উত্থাপিত সমস্ত দাবি থেকে আমাদের আলাদা রাখতে এবং রক্ষা করতে আপনি প্রতিশ্রুতিবদ্ধ।

ওয়েবসাইটের এমন কোনো লিঙ্ক থাকবে না যা অপমানজনক, অশ্লীল বা অপরাধজনক হিসেবে মনে করা যেতে পারে; অথবা যা কোনো তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন করছে, করবে বা লঙ্ঘনের পক্ষে রয়েছে।

অধিকার সংরক্ষণ

কোনো কারণে আপনার ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক বা কোনো নির্দিষ্ট লিঙ্ক অপসারণ করতে অনুরোধ করার অধিকার রাখি আমরা। অনুরোধের সাথে সাথে আমাদের ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক সরিয়ে নিতে হবে। আমরা যে-কোনো সময় এই শর্তাদি এবং এর লিঙ্কের নীতি সংশোধন করার অধিকার সংরক্ষণ করি। আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করে, আপনি এই লিঙ্কিং শর্তাবলি মেনে চলতে আবদ্ধ।

আমাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক অপসারণ

আমাদের ওয়েবসাইটে যদি এমন লিঙ্ক থাকে যা কোনো কারণে আপত্তিকর, সেই বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে অবহিত করতে পারেন। লিঙ্ক অপসারণের অনুরোধ বিবেচনা করা হবে, তবে আপনাকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে বা উত্তর দিতে আমরা বাধ্য থাকব না।

আমরা এই ওয়েবসাইটে থাকা সকল তথ্যের বিশুদ্ধতার নিশ্চয়তা, তথ্যের সম্পূর্ণতা বা নির্ভুলতার জন্য গ্যারান্টি দিই না। এবং ওয়েবসাইটটি সব সময় প্রবেশযোগ্য থাকবে, ওয়েবসাইটের কনটেন্ট আপ-টু-ডেট থাকবে তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয় না।

দায়মুক্তির ঘোষণা

প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত সর্বাধিক সীমা পর্যন্ত, আমাদের এই ওয়েবসাইট ও এর ব্যবহার সংক্রান্ত সমস্ত উপস্থাপনা, ওয়্যারেন্টি এবং শর্তসমূহকে আওতামুক্ত রাখছি। এই ঘোষণার কোনোকিছুই:

 • মৃত্যু বা ব্যক্তিগত আঘাতের জন্য আমাদের বা আপনার দায় সীমিত করবে না বা বাদ দিবে না;
 • জালিয়াতি বা প্রতারণামূলক ভুল উপস্থাপনের জন্য আমাদের বা আপনার দায় সীমিত করবে না বা বাদ দিবে না;
 • প্রযোজ্য আইনের অধীনে অনুমোদিত নয় এমন কোনো কাজের জন্য আমাদের বা আপনার দায় সীমিত করবে না; এবং
 • আমাদের বা আপনার এমন কোনো দায় বাদ দিবে না, যা কিনা প্রযোজ্য আইন বাদ দেয় না।
 • রেজিস্ট্রেশন করার পর কেউ যদি ক্লাস শুরু করেন, তবে কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশন বাবদ তিনি যে অর্থ প্রদান করবেন, তা ফেরত দিতে আমরা বাধ্য থাকব না।

এই ঘোষণায় দায়বদ্ধতার সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞাগুলি:

(ক) পূর্ববর্তী অনুচ্ছেদের সাপেক্ষে; এবং

(খ) চুক্তিতে উত্থাপিত দায়বদ্ধতা, কোনো বিধিবদ্ধ কর্তব্যের লঙ্ঘন, নির্যাতন-সহ ঘোষণার অধীনে উত্থিত সমস্ত দায়বদ্ধতার দিকে লক্ষ্য রাখে।

যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইট এবং ওয়েবসাইটের তথ্য এবং পরিষেবা নিখরচায় সরবরাহ করা হচ্ছে, আমরা কোনো প্রকার ক্ষতি বা বিনাশের জন্য দায়বদ্ধ থাকব না।

রিফান্ডের নীতিঃ

রিফান্ডের অনুরোধ শুধুমাত্র ক্লাস শুরু হওয়ার আগে গ্রহণযোগ্য হবে। রিফান্ডের জন্য, অনুগ্রহ করে info.bisdonline@brac.net এ ইমেলের মাধ্যমে আমাদের একটি আবেদন পাঠান এবং আবেদনে বৈধ কারণ উল্লেখ করুন। BRAC ISD Online আবেদনটি পর্যালোচনা করবে এবং অনুমোদিত হলে, সেই অনুযায়ী আপনার আবেদন টি নিশ্চিত করবে। ব্র্যাক প্রদত্ত পরিমাণের উপর ৫% ফি চার্জ করবে। ক্লাস শুরু হওয়ার পর রিফান্ডের আবেদনের জন্য ট্রেইনার কে মেইল ​​করতে হবে এবং একই মেল থ্রেডে info.bisdonline@brac.net রাখতে হবে। ট্রেইনার এবং BRAC ISD অনলাইন উভয়ই আবেদনটি পর্যালোচনা করবে এবং শুধুমাত্র যৌক্তিক উদ্বেগের ভিত্তিতে অনুমোদন করবে।

যে সকল শিক্ষার্থীরা তাদের টাইম স্লট অন্য স্লটে স্থানান্তর করতে চায় তাদের এটি ইন্ডাকশন ক্লাস সহ ৪টি ক্লাসের মধ্যে করতে হবে। যে সকল শিক্ষার্থীরা অন্য কোর্সে স্থানান্তরিত হতে চায় তাদের অবশ্যই ইন্ডাকশন ক্লাস হওয়ার আগে আমাদের একটি আবেদন পাঠাতে হবে। ইনডাকশন সেশনের পর এ ধরনের কোনো আবেদন গ্রহণ করা হবে না। ব্যাচ বিলম্বের ক্ষেত্রে, শিক্ষার্থীরা রিফান্ড অনুরোধ করার যথার্থ সুযোগ পাবে এবং BRAC ISD Online এর জন্য সম্পূর্ণ রিফান্ড দিতে বাধ্য থাকবে। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন: +8801833301420, +8801313407180 (সকাল 9টা- বিকাল 5টা, শনিবার-বৃহস্পতিবার) বা মেইল করুনঃ info.bisdonline@brac.net।